Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিআরটিএ সেবা বাতায়ন
বিস্তারিত

ড্রাইভিং লাইসেন্স সহ লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স আবেদনের পূর্বশর্ত                      


                                


                

                   ১।  আবেদনকারীর ছবি(সর্বোচ্চ ১৫০ কে.বি) 
২।  রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট (সর্বোচ্চ ৬০০কে.বি)। মেডিক্যাল সার্টিফিকেটের ফর্মের জন্য  এখানে ক্লিক করুন
৩।  জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি)
৪।  ইউটিলিটি বিলের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি), [ আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে ]
৫।  শিক্ষাগত যোগ্যতার সনদ এর স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি) [ কমপক্ষে ৮ম শ্রেনী পাশ হতে হবে ]
৬।  একজন গ্রাহক বা বিএসপি ব্যবহারকারী একবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে।
৭।  গ্রাহকের বর্তমান ঠিকানায় উল্লিখিত থানার উপর ভিওি করে ড্রাইভিং লাইসেন্স আবেদনটি সংশ্লিষ্ট বি আর টি এ সার্কেল অফিসের আওতাধীন হবে।
৮।  গ্রাহক অনলাইনে আবেদনের বাংলা ও ইংরেজীতে নির্ভুল তথ্য যথাযথভাবে পূরন করতে হবে।
৯।  অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে তার  স্মার্ট  ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
               

                

                    

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
29/10/2023
আর্কাইভ তারিখ
24/06/2024